ইউক্রেনে নিহত ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় বরগুনার বেতাগীতে নিজ বাড়িতে দাফন করা হবে।
সোমবার হাদিসুরের ছোট ভাই গোলাম মাওলা প্রিন্স এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান বলেন, ‘হাদিসুরের লাশ ঢাকা থেকে দুপুর ১টায় বেতাগীর উদ্দেশে রওনা দিয়েছে। হয়ত বাড়িতে পৌঁছতে রাত ৮টা থেকে ৯টা বাজতে পারে। এ কারণে রাতে দাফন না করে আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় জানাজা নামাজ শেষে দাফন করা হবে।’
হাদিসুরের ছোট চাচা জসিম হাওলাদার জানান, আমরা সিদ্ধান্ত নিয়েছি দাদা-দাদির কবরের পাশে তাকে দাফন করা হবে।
প্রসঙ্গত: বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনে পৌঁছায়। সেখান থেকে পণ্য নিয়ে জাহাজটির ইতালি যাওয়ার কথা ছিল। এর আগেই ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হলে যুদ্ধ বেধে যায়। পণ্য নেয়ার পরিকল্পনা বাতিল করে তখন ‘চ্যানেল ক্লিয়ার’ হওয়ার অপেক্ষায় ছিল সাধারণ পণ্যবাহী জাহাজটি। ওই অবস্থায় গত ২ মার্চ জাহাজে রকেট হামলায় নিহত হন থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান। জাহাজের ব্রিজও ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্ক ও ক্ষোভের মধ্যে পরদিন ৩ মার্চ জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে অন্য ২৮ জন নাবিককে ‘বাংলার সমৃদ্ধি’ থেকে নামিয়ে আনা হয়। সেখান থেকে একটি শেল্টার হাউসের বাংকারে ঠাঁই নেন তারা।5
পরে মলদোভা হয়ে তারা পৌঁছান রোমানিয়ায়। এই পুরোটা সময় উদ্বেগ নিয়ে তাদের ফেরার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। বুধবার তাদের সেই অপেক্ষার অবসান হলেও রকেট হামলায় নিহত হাদিসুরের পরিবারকে আরো অপেক্ষায় থাকতে হয়। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো সোমবার।