২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:২৯

হানিফ সংকেতের পেজ হ্যাক করে কুরুচিকর পোস্ট

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র সঞ্চালক এবং নির্মাতা হানিফ সংকেতের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাক হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই। তবে অল্প সময়ের মধ্যেই হানিফ সংকেতের কারিগরি দল পেজের নিয়ন্ত্রণ ফেরত নিয়েছে। এই পেজে ১ কোটির বেশি অনুসারী রয়েছেন।

এ ব্যাপারে ফেসবুকে হানিফ সংকেত লিখেছেন, ‘সুহৃদ, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, কিছুক্ষণ আগে কে বা কারা আমার এ পেজ হ্যাক করে সেখানে অত্যন্ত অরুচিকর একটি দৃশ্য সংযোজন করে, যা খুব দ্রুততম সময়ের মধ্যেই আমার টেকনিক্যাল টিম অত্যন্ত দক্ষতার সঙ্গে অপসারণ করে।

তিনি আরও লিখেছেন, ‘আমাদের এই পোস্ট দেওয়ার আগেই অনেকে পেজ হ্যাক হওয়ার বিষয়টি বুঝতে পেরে আমাদের সতর্ক করেছেন। সেজন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।’

Facebook
Twitter
LinkedIn