২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৫

হার কাম্য নয়: সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। যদিও সেরে ওঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। কিন্তু প্রথম ইনিংসে বোলিং করার সময় উরুতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান এই অলরাউন্ডার। যে কারণে স্কোয়াডের বাইরে থেকে অন্তর্ভুক্ত করা হয় সৌম্য সরকারকে।

এতো চেষ্টা বা পরিকল্পনা করেও শেষ পর্যন্ত আটকানো যায়নি ওয়েস্ট ইন্ডিজকে। চট্টগ্রাম টেস্টের শেষ দিন রাজকীয় জয়ের পর ঢাকা টেস্টে ১৭ রানে হারিয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশের লজ্জায় ডুবিয়েছে ক্রেইগ ব্রাথওয়েটের দল।

এনজিও ফ্রেন্ডশিপ সোমবার সকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। ‘ফ্রেন্ডশিপ অ্যান্ড হিরোস ক্যাম্পেইন উইথ সাকিব আল হাসান’ এই ব্যানারে অনলাইন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সেখানেই মুমিনুলদের হার নিয়ে তিনি বলেন, ‘আজকে ভেবেছি ক্রিকেট নিয়ে কথা বলবো না। তবু বলতে হচ্ছে…। হার কাম্য নয়। তবে শুধু ক্রিকেটে নয়, সকল খেলাধুলাতে হার-জিত থাকবে। এটা নিয়ে ভাবার কিছু নেই। আর আমাদের উন্নতি যে হয়নি সেটিও না। সবকিছুতেই উন্নতি হয়েছে।’

এদিকে পিতৃত্বকালীন ছুটির জন্য নিউজিল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব। নিউজিল্যান্ড সফরের জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। সফরটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়েছে এক সপ্তাহ। এখন সেটি শুরু হবে ২০ মার্চ। নতুন সূচিতে ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০, ২৩ ও ২৬ মার্চ। ভেন্যু যথাক্রমে ডানেডিন, ক্রাইস্টচার্চ ও ওয়েলিংটন। এরপরই হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম ম্যাচ হবে ২৮ মার্চ। পরের দুটি ৩০ মার্চ ও ১ এপ্রিল। ভেন্যুগুলো হচ্ছে- হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ড।

Facebook
Twitter
LinkedIn