নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বিএনপি চেয়ারপারসন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে পিজি হাসপাতাল থেকে বাসায় আসেন। এরপর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় ২০২১ সালের ১১ এপ্রিল পজিটিভ রিপোর্ট আসে। এরপর ১৫ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার সিটিস্ক্যান করানো হয়। ২৭ এপ্রিল করোনার চিকিৎসার জন্য প্রথম এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। একই বছরের ১৯ জুলাই করোনার প্রথম ডোজ টিকা নেন। ১৮ আগস্ট দ্বিতীয় ডোজ টিকা নেন এবং চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি তৃতীয় ডোজ টিকা নেন তিনি।
চলতি বছরের ১১ জুন সর্বশেষ হঠাৎ অসুস্থ হয়ে মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ২৪ জুন বিকেল ৫ টায় হাসপাতালে বাসায় ফেরেন তিনি।