২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

 হাসপাতালে যাবেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে হাসপাতাল যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। আজ বিকেল ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হবেন তিনি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান  বিষয়টি নিশ্চিত করেছেন। 

এর আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত বছরের ১৬ নভেম্বর বিএনপির চেয়ারপারসনের বাসায় গিয়ে ছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়েছিল  গত বছর ২২ আগস্ট ।

বহু বছর ধরে আর্থ্ররাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার ‘পরিপাকতন্ত্রে’ রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানান চিকিৎসকরা।

Facebook
Twitter
LinkedIn