ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে উমরান মালিকের বলে পিঠে আঘাত পেয়েছিলেন সাকিব আল হাসান। পরবর্তীতে ম্যাচের পর এক্স-রে করানো হয় সাকিবকে। রিপোর্টও আসে ইতিবাচক। তবে অস্বস্তিতে ভুগছিলেন সাকিব। পেশিতে কোনো সমস্যা আছে কিনা, সেটি পরীক্ষা করতেই আজ হাসপাতাল গেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন।
মঙ্গলবার সকালে চট্টগ্রামের এক হাসপাতালে যান তারকা অলরাউন্ডার। করিয়েছেন স্ক্যান। যদিও এখন পর্যন্ত রিপোর্ট জানা যায়নি তবে ধারণা করা হচ্ছে গুরুতর কিছুই হয়নি টাইগার অধিনায়কের। এই মুহুর্তে সাকিব অবস্থান করছেন সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। অনেকক্ষণ ধরে মাঠে অবস্থান করলেও এখন পর্যন্ত অনুশীলনে নামেননি এই অলরাউন্ডার।
এর আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ দল। আগামীকাল বুধবার (১৪ ডিসেম্বর) টেস্ট সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। প্রথম টেস্টের পর আগামী ২২ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।