২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৪
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩৪

হাসপাতাল নির্মাণ শেষ, উদ্বোধনের অপেক্ষায় বছর পার

প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোর গোড়ায় চিকিৎসা সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে সরকারি অর্থায়নে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামে নির্মাণ করা হয় মা ও শিশু হাসপাতাল। ৩ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি নির্মাণ কাজ শেষ করে এক বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান খান ট্রেডার্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছেন। তবে এখনো হাসপাতালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি। ফলে স্থানীয়দের চিকিৎসা নিতে অন্যত্র যেতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ চিকিৎসা সেবা দিতে না পারলে তবে কার স্বার্থে সরকার এত টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে হাসপাতালটি।

সরেজমিনে দেখা যায়, উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের বড় রাস্তার পাশে ৫২ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালটি। হাসপাতালের পরিবেশ খুব সুন্দর, পরিপাটি। দু’তলা ভবন পাশে রয়েছে ফ্যামিলি কোয়াটার। চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা প্রবেশ পথে রয়েছে নিরাপত্তা বিশিষ্ট বড় ফটক। ভিতরে রোগীর কক্ষে বিছানা বালিশ দিয়ে সাজানো থাকলেও নেই রোগীর পরীক্ষা নিরীক্ষা করানোর যন্ত্রপাতি। এ ছাড়া ফার্মাসিস্ট কক্ষ ও অন্যান্য কক্ষগুলো বন্ধ পাওয়া যায়।

Facebook
Twitter
LinkedIn