২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৩:৪৫

হাসানের এশিয়া কাপেও খেলা অনিশ্চিত

দীর্ঘ বিরতি কাটিয়ে জিম্বাবুয়ে সফর দিয়ে হাসান মাহমুদ ফিরেছিলেন জাতীয় দলে। এরপর এশিয়া কাপের ১৭ জনের স্কোয়াডেও ছিলেন তিনি। কিন্তু গোড়ালির চোটে এই টুর্নামেন্টে খেলাটাও অনিশ্চিত হয়ে পড়ল হাসানের। তিনি আপাতত বিশ্রমে থাকবেন, এমনটিই জানানো হয়েছে।

এশিয়া কাপের জন্য আজ শনিবার (২০শে আগস্ট) থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এই অনুশীলনে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। পরে তাকে এক্স-রের জন্য হাসপাতালে নেওয়া হয়। পরে জানা গেছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। স্বাভাবিকভাবেই আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী অবশ্য বলছিলেন, ‘হাসানকে এক্স-রের জন্য নেওয়া হয়েছিল। রিপর্টে তেমন খারাপ কিছু আসেনি। তবে তাকে ৪৮ ঘণ্টা বিশ্রাম দেওয়া হয়েছে। এই সময়ে সে পর্যবেক্ষণে থাকবে। এরপর এশিয়া কাপে তার খেলা বা না খেলার বিষয়টি জানা যাবে।’

এদিকে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অনুশীলনে শেষে সংবাদমাধ্যমকে বলেন, ‘হাসান ইনজুরিতে পড়েছে, খুবই দুর্ভাগ্য। যখন ছন্দে থাকে তখনই ইনজুরিতে পড়ে, এটা আমাদের জন্য দুঃখের। এশিয়া কাপে ও থাকবে কি-না এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। দেখে মনে হচ্ছে সে সম্ভবত প্রথম রাউন্ডে থাকছে না।’

যোগ করেন সুজন, ‘হয়ত প্রথম রাউন্ড মিস করতে পারে। বদলি কে হবে তা এখনও ভাবিনি। মাথায় অনেকগুলো নামই ঘুরছে। কাল-পরশু প্রস্তুতি ম্যাচ আছে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।’

আগামী ২১ ও ২২ তারিখ জাতীয় দলের দুইটি ম্যাচ আবহের প্রস্তুতি রয়েছে। কোনোটিতেই থাকবেন না হাসান। জানা গেছে, চোট কাটিয়ে ফিরতে অন্তত ৩ সপ্তাহ সময় লাগবে তার। তাতে এশিয়া কাপে অনিশ্চিতই হয়ে পড়লেন হাসান।

Facebook
Twitter
LinkedIn