২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪৪

হাসিনা পতনের আন্দোলন দুই মাসের নয়: খায়রুল কবির খোকন

শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের এক দফার আন্দোলন শুধু দুই মাসের নয়, ১৬ বছরের বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। শুক্রবার বিকেলে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বলেন, ‘এক দফার এই আন্দোলন শুধু জুলাই-আগস্টের দুই মাসের নয়, এই আন্দোলন ১৬ বছরের। স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন বিএনপি ১৬ বছর ধরে করেছে।’

সাবেক এমপি খায়রুল কবির খোকন আরও বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির আগেই স্বৈরাচার শেখ হাসিনার পতন হতো। কুলাঙ্গার জাতীয় পার্টির কারণে ৮ বছর আওয়ামী লীগ টিকেছিল। আওয়ামী লীগ জাতীয় পার্টির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় টিকেছিল। ১৫৪টি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিয়েছে। প্রশাসনকে ব্যবহার করে বিএনপিকে বাইরে রেখে ভারতের সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে গিয়েছিল। সেদিন জাতীয় পার্টি নির্বাচনে না গেলে অবৈধ হাসিনা সরকারের নিশ্চিত পতন হতো।’

https://googleads.g.doubleclick.net/pagead/ads?gdpr=0&client=ca-pub-1009760119214115&output=html&h=250&adk=3327725743&adf=1416283843&w=320&abgtt=6&fwrn=7&fwrnh=100&lmt=1731679659&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=6386868930&ad_type=text_image&format=320×250&url=https%3A%2F%2Fwww.itvbd.com%2Fcountry%2Fdhaka%2F183504%2F%25E0%25A6%25B9%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A6%25BE-%25E0%25A6%25AA%25E0%25A6%25A4%25E0%25A6%25A8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%2586%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%258B%25E0%25A6%25B2%25E0%25A6%25A8-%25E0%25A6%25A6%25E0%25A7%2581%25E0%25A6%2587-%25E0%25A6%25AE%25E0%25A6%25BE%25E0%25A6%25B8%25E0%25A7%2587%25E0%25A6%25B0-%25E0%25A6%25A8%25E0%25A7%259F-%25E0%25A6%2596%25E0%25A6%25BE%25E0%25A7%259F%25E0%25A6%25B0%25E0%25A7%2581%25E0%25A6%25B2-%25E0%25A6%2595%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25B0&fwr=0&pra=3&rh=267&rw=320&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&uach=WyJBbmRyb2lkIiwiMTMuMC4wIiwiIiwiUk1YMzUxMSIsIjEzMC4wLjY3MjMuMTAyIixudWxsLDEsbnVsbCwiIixbWyJDaHJvbWl1bSIsIjEzMC4wLjY3MjMuMTAyIl0sWyJHb29nbGUgQ2hyb21lIiwiMTMwLjAuNjcyMy4xMDIiXSxbIk5vdD9BX0JyYW5kIiwiOTkuMC4wLjAiXV0sMF0.&dt=1731679663481&bpp=5&bdt=5706&idt=-M&shv=r20241112&mjsv=m202411070101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D5ef145256df77ee6%3AT%3D1729074218%3ART%3D1731679640%3AS%3DALNI_MajAus8jFXZ7-aCkysBA4oB0osXZw&gpic=UID%3D00000f462275ca09%3AT%3D1729074218%3ART%3D1731679640%3AS%3DALNI_Ma3gttjiAUhJd9rnR1W4Y0w3J0CzA&eo_id_str=ID%3De5f407a60a7e01c5%3AT%3D1729074218%3ART%3D1731679640%3AS%3DAA-AfjYajIyjLYIj1K2typbWbc7F&prev_fmts=0x0%2C300x250&nras=2&correlator=6345951003352&frm=20&pv=1&u_tz=360&u_his=18&u_h=803&u_w=360&u_ah=803&u_aw=360&u_cd=24&u_sd=3&dmc=4&adx=20&ady=2281&biw=360&bih=651&scr_x=0&scr_y=0&eid=31088129%2C31088771%2C95344189%2C31088813%2C31088250%2C31088457%2C95345966%2C95347653%2C95340252%2C95340254&oid=2&pvsid=1795716003443487&tmod=360366077&uas=3&nvt=1&ref=https%3A%2F%2Fwww.itvbd.com%2F&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C651%2C360%2C651&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=128&bc=31&bz=1&td=1&tdf=2&psd=W251bGwsbnVsbCxudWxsLDNd&nt=1&pgls=CAA.&ifi=5&uci=a!5&btvi=1&fsb=1&dtd=802

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘বিভিন্ন মহল থেকে সন্ত্রাসী জালিমের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আদালতে রিট করছে। তারা এদেশে রাজনীতি করার অধিকার রাখে না। জনগণ চায় সংস্কার ইস্যুতে বিলম্ব না করে নির্বাচনি রোডম্যাপ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে জনগণকে এই সরকার আশ্বস্ত করবে।’

চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ ভুইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক বাচ্চুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

Facebook
Twitter
LinkedIn