২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩৮
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩৮

হিলি বন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ ১১ অক্টোবর (সোমবার) থেকে ১৬ অক্টোরব (শনিবার) পর্যন্ত একটানা ছয় দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশন এই সিদ্ধান্ত নিয়েছে।

দিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিএন্ডএফ অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, আজ সোমবার থেকে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং অ্যাজেন্টস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ধিরাজ অধিকারী আমাদের জানিয়েছেন

তারা জানিয়েছেন, আজ সোমবার থেকে ১৬ অক্টোবর পর্যন্ত এই ৬ দিন হিলি স্থলবন্দর দিয়ে এই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই এই কয়দিন বন্দরের মাধ্যমে পণ্য আনা-নেয়া হবে না। ১৭ অক্টাবর থেকে যথারীতি বন্দর দিয়ে বন্দরের সকল কার্যক্রম শুরু হবে।

Facebook
Twitter
LinkedIn