২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:১৬

হেরে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে নিউজিল্যান্ডের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। ১-১ এ ড্র হয়েছে সিরিজ।

বাংলাদেশের দেয়া ১১১ রানের টার্গেটে বৃষ্টিতে খেলা বন্ধের সময় কিউইদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৯৫ রান।

ছোট টার্গেটে বাংলাদেশের দারুন বোলিংয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। মাত্র ৪৯ রানে হারায় ৫ উইকেট। সেইফার্ট ও মিচেলকে ফেরান মাহেদী। ফিলিপস ও ফিন অ্যালেনকে বোল্ড করেন শরিফুল। তবে স্যান্টনার আর নিশাম মিলে সেই বিপদ কাটিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে, একের পর এক উইকেট হারায় বাংলাদেশ। কোনো ব্যাটারই থিতু হতে পারেনি। সৌম্য ফেরেন ৪ রান করে। আরেক ওপেনার রনির সংগ্রহ ১০ রান। শান্ত আর হৃদয়ও দ্রুত সাজঘরে ফেরেন। শামীম-আফিফ আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। শেষে রিশাদ ও তানভিরের ব্যাটে একশ পার করে বাংলাদেশ।

Facebook
Twitter
LinkedIn