২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১১:২৯

১০৪ দফা বন্ধের পর পিপলস লিজিংয়ের লেনদেন শুরু রোববার

পুঁজিবাজারে আর্থিক খাতের তালিকাভুক্ত কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন ১০৪ দফার বন্ধের পর এবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১০ মার্চ (রোববার) থেকে কোম্পানিটি জেড ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গতকাল বুধবার অনুষ্ঠিত ঢাকা স্টক একচেঞ্জ পিএলসির সভায় পিপলস লিজিংয়ের লেনদেন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়

আর্থিক খাতে অনিয়মের কারনে ২০১৯ সালের ১৩ থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রথম দফায় এ কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ রাখা হয়েছিল। এরপর ১৫ দিন পরপর কোম্পানির শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ বাড়িয়ে যাচ্ছিলো ডিএসই। গত ২৮ ফেব্রুয়ারি শেষবারের মতো কোম্পানিটির লেনদেন বন্ধের মেয়াদ বাড়ানো হয়।

Facebook
Twitter
LinkedIn