২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৮

১০ ডিসেম্বরের সমাবেশ আরামবাগে, প্রস্তাব বিএনপি’র

আগামী ১০ ডিসেম্বর সমাবেশের জন্য নতুন জায়গার নাম প্রস্তাব করেছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন জানিয়েছেন, দলটির পক্ষ থেকে রাজধানীর আরমবাগের খোলা জায়গায় নতুন করে সমাবেশের প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে তিনি এ তথ্য জানান।

ফারুক হোসেন জানান, ডিএমপি কোনোভাবেই রাস্তায় সমাবেশ করতে দেবেনা। তবে এখনও বিএনপি এবং ডিএমপির মধ্যে আলোচনা চলছে। 

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান ডিএমপির এই মুখপাত্র বলেন, পুলিশের সাফ কথা রাস্তায় সমাবেশের অনুমতি মিলবেনা। 

এদিকে নয়াপল্টনে সমাবেশ করবে এমন সিদ্ধান্ত থেকে সরে আসা বিএনপি অনুমতি বলে আরামবাগে সমাবেশ করতেও রাজি। তবে ডিএমপি বলছে, আরামবাগের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

Facebook
Twitter
LinkedIn