১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৫
১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২রা শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৫

১০ নাম চূড়ান্ত করতে সার্চ কমিটির বৈঠক বিকেলে

নতুন সিইসি ও নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবিতদের মধ্য থেকে ১০ বিশিষ্টজনের নাম চূড়ান্ত করতে রোববার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে হবে সার্চ কমিটির বৈঠক। ১০ জনের নাম চূড়ান্ত হলে, তা রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে কমিটি।

এর আগে, শনিবার তিনশর বেশি নাম থেকে ২০ জনকে বাছাই করে সার্চ কমিটি। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও ব্যক্তিপর্যায় থেকে আসা ৩২২ জনের নাম গুলো থেকে এ তালিকা করা হয়।

সার্চ কমিটির ছয় সদস্যের সর্বসম্মতিক্রমে এই সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব সামসুল আরেফিন। তিনি গতকালই জানিয়েছিলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির বৈঠক ধারাবাহিকভাবে হচ্ছে।

গত ১৪ ফেব্রুয়ারি শেষ হয় নূরল হুদা কমিশনের মেয়াদ। আর আগামী ২৪ ফেব্রুয়ারি শেষ হবে সার্চ কমিটির ১৫ কার্যদিবস।

২৪ দিনের মধ্যেই সব প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের নিয়োগ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn