Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:১৪

১১৩ রানে থামল খুলনা

বিপিএলের শীর্ষ দুইয়ে উঠার লড়াইয়ে শেষ দিকের ম্যাচগুলো বেশ উত্তেজনা ছড়িয়েছে। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক শাই হোপ। আগে ব্যাট করতে নেমে সিলেটের বোলিং তোপে পড়ে খুলনা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান সংগ্রহ করেছে খুলনা টাইগার্স।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাটিংয়ে নামে খুলনা। রান পাননি টপ অর্ডারের কোনো ব্যাটারই। মুনিম শাহরিয়ার (৩), অ্যান্ড্রু ব্যালবার্নি (৭) এবং শাই হোপ ফিরেছেন (৯) রান করে। চারে নামা জয় এদিন দলের হাল ধরেন। তবে ক্রিজে থিতু হয়ে তিনি ফিরেছেন ৪১ রানে।

রান পাননি ইয়াসির রাব্বি (১২), সাব্বির রহমান (৬), সাইফউদ্দিনরা (৬)। শেষ দিকের ব্যাটার নাহিদুল ইসলামের ২২ রানে ভর করে একশর কোটা পার করে খুলনা। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে হোপের দল করে ১১৩ রান।

সিলেটের বল হাতে ৩ উইকেট নেন তানজিম সাকিব। এছাড়া ইমাদ ওয়াসিম আর রুবেল হোসেন নেন ২টি উইকেট।

Facebook
Twitter
LinkedIn