২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:৫৪

১৫ই আগস্ট ঘিরে নাশকতার হুমকি নেই’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, আগামী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে নাশকতার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

আজ সোমবার (১৪ই আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে ১৫ই আগস্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, তবে নির্বাচনের বছর হওয়ায় সহিংসতার বিষয়টি মাথায় রেখে ডিএমপির পক্ষে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। 

তিনি বলেন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার কথা মাথায় রেখেই জাতীয় শোক দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রদ্ধা জানাতে আসা প্রত্যেককে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং করে প্রবেশ করানো হবে। 

এসময় সবাইকে ব্যাগ কিংবা বাক্স নিয়ে না আসার অনুরোধ জানান তিনি। 

Facebook
Twitter
LinkedIn