২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৫৭

১৫২ উপজেলায় ভোট ৮ মে

প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে আগামী ৮ই মে। এরমধ্যে ২২টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমে। 

বৃহস্পতিবার নির্বাচন ভবনে কমিশন সভা শেষে এসব জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। মোট ৪ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে বলেও জানান তিনি। 

বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে কমিশন সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের তফসিল নির্ধারণ হয়। কমিশন সভা শেষে ভোটের সময়সূচি জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তফসিল অনুযায়ী প্রথম ধাপে ১৫২ উপজেলায় ভোট হবে। নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৫ই এপ্রিল, বাছাই ১৭ই এপ্রিল আর ভোটগ্রহণ হবে ৮ই মে।

প্রথম ধাপে ২২ উপজেলায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট হবে।

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, উপজেলা পরিষদের নির্বাচনের পূর্বঘোষিত ধাপগুলোর তারিখ পিছিয়েছে। নতুন তারিখ অনুযায়ী দ্বিতীয় ধাপের ভোট হবে ২৩শে মে, তৃতীয় ধাপে ২৯শে মে, চতুর্থ ধাপের ৫ই জুন।

Facebook
Twitter
LinkedIn