২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৫১

১৫৭ রানের লক্ষ্য দিল ইংল্যান্ড

তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি ক্রিকেট খেলার প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৫৭ রানের টার্গেট দিল ইংল্যান্ড। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ পায় ইংল্যান্ড। 

ব্যাট করতে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা করে ইংলিশরা। জস বাটলারের গুরুত্বপূর্ণ ক্যাচ মিস করে কিছুটা হতাশ করেন সাকিব আল হাসান। কিছুক্ষণ পর ফিল সল্টকে বক্তিগত ৩৮ রানে ফেরান নাসুম আহমেদ। আর ৪ রানে ডেভিড মালানকে ফেরান সাকিব। জস বাটলারের দুর্দান্ত অর্ধশতক দলকে নিয়ে যায় বড় সংগ্রহের দিকে। এসময় বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজুর রহমান। ছন্দে থাকা বাটলার ও স্যাম কারানকে আউট করেন হাসান মাহমুদ। তাতেই ইংল্যান্ডের রানের চাকার গতিরোধ হয়। এরপর ক্রিস ওকসকে ফেরান তাসকিন আহমেদ। নির্ধারিত ২০ ওভার শেষে ইংল্যান্ড সংগ্রহ করে ১৫৬ রান। 

বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।

Facebook
Twitter
LinkedIn