Search
২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ / ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে রমজান, ১৪৪৬ হিজরি / বিকাল ৪:৩৪

১৬ জানুয়ারি বসবে বছরের প্রথম অধিবেশন

আগামী ১৬ জানুয়ারি নতুন বছরে সংসদের প্রথম অধিবেশন বসবে। এটি হবে চলমান একাদশ সংসদের ষোড়শ অধিবেশন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এদিন বিকাল ৪টায় সংসদের বৈঠক আহ্বান করেছেন বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের উপ সচিব নাজমুল হক।

বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ভাষণের পর তাকে ধন্যবাদ জানাতে একটি প্রস্তাব তোলা হবে।

প্রায় পুরো অধিবেশন জুড়ে ওই প্রস্তাবের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিপরিষদ বিভাগ অনুমোদন দেয়।

গত ২৮ নভেম্বর সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিস্তারের আশঙ্কায় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আরও কঠোর পদক্ষেপও আসতে পারে।

Facebook
Twitter
LinkedIn