Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৮

১৯ বছরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

 পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ১৯ বছরে পা রাখছে আগামীকাল ২০শে অক্টোবর। ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি পায় ইতিহাস ঐতিহ্যের ধারক এ শিক্ষাপ্রতিষ্ঠানটি। প্রতি বছর ২০শে অক্টোবর জবি দিবস পালন করা হলেও এবার পূজার ছুটি শুক্রবার (২০শে অক্টোবর) হওয়ায় আজ বৃহস্পতিবার জবি দিবস পালন করা হচ্ছে। 

দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকাল সাড়ে ৯টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেছেন উপাচার্য মো. ইমদাদুল হক।

সকাল ৯টা ৫০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

সকাল সোয়া ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে নাটক (নকশী কাঁথার মাঠ) পরিবেশিত হবে। পরে দুপুরে মুজিব মঞ্চে সংগীত বিভাগসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৪টায় জবির শিক্ষার্থীদের ব্যান্ডদলের অংশগ্রহণে কনসার্ট হবে।

Facebook
Twitter
LinkedIn