২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩২

২য় অক্টোবর জাতীয় পথশিশু দিবস উপলক্ষে গাজীপুর পথশিশু সেবা সংগঠনের খাবার বিতরণ।

২য় অক্টোবর জাতীয় পথশিশু দিবস উপলক্ষে গাজীপুর পথশিশু সেবা সংগঠনের খাবার বিতরণ।

আজ ২য় অক্টোবর জাতীয় পথশিশু দিবস উপলক্ষে গাজীপুর পথশিশু সেবা সংগঠন থেকে জয়দেবপুর রেলস্টেশনের পাশে প্রায় ১৫০ এর বেশি পথশিশুদের মাঝে ১বেলা খাবার বিতরণ করা হয় সংগঠনটির নিজেদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে।

সংগঠনটি আশা করে আমাদের সমাজের বুক থেকে একদিন পথশিশু কথাটি মুছে যাবে। আমাদের কাজের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমাদের আশেপাশের বিত্তবানদের সাহায্য কামনা করছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একটি পথশিশুর মুখের হাসির কারন হতে পারেন ।

গাজীপুর পথশিশু সেবা সংগঠন” ইহা একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠা: ২০২০ এর ১ ডিসেম্বর এই স্বেচ্ছাসেবী সংগঠনের শুভ উদ্বোধন হয় ।প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল মাত্র ৩ জন এবং ১৫ জন পথ শিশুদের মধ্যে খাবার বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।এরপর এই সংগঠনটি অনেকগুলো কার্যক্রম সম্পন্ন করে পথ শিশুদের মধ্যে অনেক বড় একটি জায়গা করে নিয়েছে এই অল্প সময়ে।

কিছু উল্লেখযোগ্য কার্যক্রম হচ্ছে ঈদুল ফিতরের ৮০ জন অসহায় পথ শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ কর্মসূচি ঈদের নতুন জামা কাপড় কিনে দেওয়া হয় ৮০ জন বাচ্চাকে। তারপর আবার ঈদুল আযাহার এ ১৫০ জন পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা কাপড় দেওয়া হয়।ঈদ উপহার এবং ঈদ সামগ্রী দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ,হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়। সামনে শীত উপলক্ষে পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে আপনার সাহায্য একান্ত কাম্য।

  • ১/পরিচালক: আরাবিয়ান নুর
  • ২/সভাপতি :লাবণ্য শেখ
  • ৩/অর্থবিষয়ক
  • ৪/সম্পাদক:সিনরাত সাদিয়া শেখ
  • ৫/সহকারি অর্থ বিষয়ক সম্পাদক:নিপা আক্তার
  • ৬/তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক:ওয়াহিদুল ইসলাম
  • ৭/কার্যনির্বাহী সম্পাদক: নাইমুল আহসান রাদিত।
  • ৮/ব্লাড ব্যাংক পরিচালক:সোহেল রানা
Facebook
Twitter
LinkedIn