২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩২

২০০ টাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কার খেলা

বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে কাল। এরই মাঝে অবশ্য অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার টিকিটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২০০ টাকা। বরাবরের মতো এই দামে গ্রিন গ্যালারি ও ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবে দর্শকরা। এ ছাড়া ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা, ক্লাব হাউজ ৫০০ টাকা এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট দেড় হাজার টাকায় কেনা যাবে।

সিলেট নগরীর লাক্কাতুরায় অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাওয়া যাবে ম্যাচের টিকিট। এ ছাড়া টিকিট পাওয়া যাবে রিকাবিবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি।

Facebook
Twitter
LinkedIn