২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৫
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৫

২০২২ সালে ডিএসইর মোবাইল লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০২২ সালে মোবাইলে লেনদেনের পরিমাণ কমেছে।  বছরের ব্যবধানে মোবাইলের মাধ্যমে লেনদেন ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা কম হয়েছে। তবে আলোচ্য বছরে বেড়েছে মোবাইল লেনদেনকারীর সংখ্যা। আলোচ্য বছরে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বছর মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩০ হাজার ৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকা। ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ ছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকা। এ হিসাবে ডিএসইতে মোবাইল লেনদেন কমেছে ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা।

২০২২ সালে এর মধ্যে ক্রয়ের পরিমান ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা। বিক্রয়ের পরিমান ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২১ সালে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা। আর বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা। যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৩.১০ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫০ হাজার আদেশ কার্যকর হয়৷ অপরদিকে ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৩৮ লাখ ৩০ হাজার আদেশ কার্যকর হয়৷

২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। অপরদিকে ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ অর্থাৎ বছর শেষে ডিএসইর মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ৪৫টি বা ০.০৫৮ শতাংশ বেড়েছে।

Facebook
Twitter
LinkedIn