২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৪

২০২৪ কোপা আমেরিকার তারিখ ঘোষণা

২০২৪ সালের কোপা আমেরিকা শুরুর তারিখ ঘোষণা করেছে কনমেবল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের পর্দা উঠবে আগামী বছরের ২০শে জুন।

এবারের কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। প্রায় ১ মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। ১৪ই জুলাই ফাইনাল দিয়ে নামবে পর্দা।

 কনমেবল জানিয়েছে, এবারের কোপায় অংশ নেবে দক্ষিণ আমেরিকার ১০ দল। এছাড়া কনকাকাফ অঞ্চলের ৬টি দল খেলবে অতিথি হিসেবে। অর্থাৎ এবারের আসর হবে ১৬ দলের। কনকাকাফ থেকে যে ৬টি দল খেলবে তারা মূলত উঠে আসবে কনকাকাফ নেশন্স লিগ থেকে, যা শুরু হবে সেপ্টেম্বরে।  

এদিকে কোপার দিনক্ষণ চূড়ান্ত হলেও ভেন্যু সম্পর্কে এখনও কোনো ঘোষণা দেয়নি কনমেবল। তবে খুব শিগগিরই স্টেডিয়ামের নামগুলো প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্র মূলত এই আসর আয়োজন করছে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। কারণ আগামী বিশ্বকাপের সহ-আয়োজক তারা। বাকি দুই দেশ হলো কানাডা ও মেক্সিকো।

Facebook
Twitter
LinkedIn