২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৪৮

২০ কোটি টাকা নিয়ে উধাও এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা

কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে দুই হাজার গ্রাহকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে চরলরেন্স ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিং কর্মকর্তারা উধাও হয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বেলা ৩টার দিকে গিয়ে দেখা যায়, উপজেলার চর লরেন্স বাজারের এজেন্ট ব্যাংকের শাখা’টি তালাবদ্ধ রয়েছে। ব্যাংকের সামনে শতাধিক গ্রাহক ভিড় করে আছেন। গত তিন দিন ধরে ব্যাংকের কোনো দায়িত্বশীলের খোঁজ পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা জানান, ২০১৫ সালের দিকে উপজেলার চরজাঙ্গালিয়া গ্রামের হাবিব উল্লার ছেলে মহিউদ্দিন কুতুব উল্লাহ চরলরেন্স বাজারে ডাচ- বাংলা এজেন্ট ব্যাংক শাখাটি চালু করেন।

লক্ষ্মীপুর ডাচ-বাংলা ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাঈনুদ্দীন মিয়া’র কাছে জানতে চাইলে তিনি বলেন, ডাচ- বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ের নির্দেশ মোতাবেক কমলনগর উপজেলার চর লরেন্স এজেন্ট শাখাটি পরিদর্শন করেন। এখন এই শাখার কার্যক্রম স্থগিত করা হয় মর্মে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়েছেন।

কমলনগরের ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, “অভিযোগটি শুনেছি। বিষয়টি বুধবার উপজেলা আইনশৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে। তদন্ত চলছে। প্রতিবেদন হাতে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
LinkedIn