২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৫৫
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১১:৫৫

২১ কোটি টিকার ব্যবস্থা নিশ্চিত: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাস প্রতিরোধী ২১ কোটি টিকার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (২৪ জুলাই) করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।

বিভিন্ন উৎস থেকে সরকার করোনা টিকা সরবরাহ নিশ্চিত করেছে এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য ২১ কোটি করোনা প্রতিরোধী টিকার ব্যবস্থা করা হয়েছে। টিকাগুলো সময়মতো পেলে বাংলাদেশ কোনো দেশ থেকে ভ্যাকসিনে পিছিয়ে থাকবে না। ৮০ শতাংশ জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা যাবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশগুলো থেকে করোনাভাইরাস প্রতিরোধী টিকা সবার আগে পেয়েছিলাম। ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউটের সঙ্গে চুক্তি হয়েছিল। ৭০ লাখ পেয়েছি আর ৩০ লাখ উপহারের। আজও আমরা বাকি টিকা পাইনি। তবে অন্যান্য সোর্স থেকে আমরা টিকা আনতে সফল হয়েছি।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমাদের হাতে ৩ কোটি চায়নার টিকা, ৭ কোটি কোভ্যাক্সের টিকা, ১ কোটি রাশিয়ার টিকা, ৩ কোটি অ্যাট্রাজেনেকার টিকা ও ৭ কোটি জনসনের টিকা রয়েছে।

Facebook
Twitter
LinkedIn