২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৩
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৭:৫৩

২১ জানুয়ারি শুরু বিপিএল, প্লেয়ার ড্রাফট ২৭ ডিসেম্বর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২১ জানুয়ারি শুরু হয়ে ফাইনাল হবে ১৮ ফেব্রুয়ারি। এছাড়া ছয় দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট হবে ২৭ ডিসেম্বর।

সব মিলিয়ে ৩৪টি ম্যাচ হবে তিন ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 

বিপিএলের ৬টি ফ্র্যাঞ্চাইজি হলো-

বরিশাল (ফরচুন সুজ লিমিটেড), চট্টগ্রাম (আখতার গ্রুপ), কুমিল্লা (কুমিল্লা লিজেন্ডস লিমিটেড), ঢাকা (রুপা ফেব্রিক্স লিমিটেড এবং মার্ন স্টিল লিমিটেড), খুলনা (মাইন্ড ট্রি লিমিটেড) এবং সিলেট (প্রগতি গ্রীন অটো রাইস মিলস লিমিটেড)।

বিপিএলে এবারের আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়িয়েছে বিসিবি। ‘এ’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের ৫০ লাখ থেকে বেড়ে এবার ৭০ লাখে ঠেকেছে। এবার ক্যাটাগরি করা হয়েছে ৬টি। ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত। 

দ্বিতীয় ভাগ ‘বি’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের ২৫ থেকে বাড়িয়ে ৩৫ লাখ করা হচ্ছে। ‘সি’ ক্যাটাগরির যারা আগে ১৮ লাখ টাকা করে পেতেন, এবার তাদের দেওয়া হবে ২৫ লাখ টাকা। ‘ডি’ ক্যাটাগরি ১৮, ‘ই’ ক্যাটাগরি ১২ এবং সর্বশেষ ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ৫ লাখ টাকা করে।

বুধবার (২২ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ছয়টি দল চূড়ান্ত হয়ে গেছে। ছয়টি দলকে আমরা বলে দিয়েছি অংশগ্রহণ মানি জমা দিতে। তারা হয়তো আজ-কালের মধ্যে টাকা জমা দিয়ে দেবেন। যারা জমা দেবেন তাদের আমরা চূড়ান্ত করে ফেলবো। কেউ জমা না দিলে আরও যারা আগ্রহী ছিলেন, তাদের মধ্য থেকে বাছাই করবো।’

করোনার সময়টাতে কোয়ারেন্টিন ইস্যু নিয়েও ভেবেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। ইসমাইল হায়দার মল্লিক এ বিষয়ে বলেছেন, ‘সরকারি নিয়ম যেটা আছে, সেভাবেই হবে সবকিছু। তবে স্থানীয় ক্রিকেটারদের ক্ষেত্রে কোয়ারেন্টিন কিছুটা শিথিল করা হবে।’

এই মুহূর্তে জাতীয় দল নিউজিল্যান্ড সফরে আছে। আগামী ১৫ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা। দেশে ফিরেই খেলতে হবে বিপিএল। তবে কোনও ক্রিকেটার যদি বিশ্রাম নিতে চান তাহলে সেই সুযোগ পাবেন। সেক্ষেত্রে আর্থিক দিক থেকে তাদের ক্ষতি হওয়ার কোনও সুযোগ থাকবে না। মল্লিক বলেছেন, ‘বিশ্রাম চাইলে অবশ্যই দেওয়া হবে। কেউ যদি চায়, তাহলে ২-১ দিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাবে। বিশ্রাম নিলেও তাদের পারিশ্রমিক পাওয়া নিয়ে কোনও সমস্যা হবে না।’

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে ক্রিকেটার্স ড্রাফট। এই ড্রাফটের আগে দলগুলো ১ জন স্থানীয় এবং ৩ জন করে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে। ড্রাফট থেকে সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারের হিসেবে দলগুলো নিতে পারবে ১০ থেকে ১৪ জন ক্রিকেটার।

Facebook
Twitter
LinkedIn