২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৬

২১ তারিখে দেশে ফিরছেন হাথুরুসিংহে

ছুটিতে আছে বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এরই মাঝে গুঞ্জন উঠেছিলো, বাংলাদেশে আর ফিরছেন না লঙ্কান এই কোচ। তবে জালাল ইউনুস জানিয়েছেন, আগামী ২১ তারিখ দেশে ফিরছেন হাথুরুসিংহে।

বাংলাদেশে আর ফিরছেন না হাথুরুসিংহ। এমন গুঞ্জন ওঠার পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পরে। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বুধবার (১৭ এপ্রিল) নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে আগামী ২১ এপ্রিল দেশে ফিরছেন হাথুরুসিংহ।


জালাল ইউনুস জানিয়েছেন, ঢাকায় ফিরে ২৬ এপ্রিল থেকে টি-টোয়েন্টি সিরিজের জন্য ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে হাথুরুর। জিম্বাবুয়ের বিপক্ষে ৩ মে থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। বন্দরনগরীতে তিনটি ম্যাচ খেলে ঢাকায় ফিরবে দু’দল। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে।

Facebook
Twitter
LinkedIn