২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৬

২১ প্রেক্ষাগৃহে ‘যেমন জামাই তেমন বউ’

মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। শুক্রবার (৯ জুন) দেশের ২১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। সিনেমাটিতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মৌ খান।

মনতাজুর রহমান আকবর বলেন, ‘খুব ভালো আয়োজনে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। এর গল্পটা ফ্যামিলি ড্রামা ধাঁচের। এ ধরনের সিনেমা যখনই তৈরি হয়েছে, দর্শক দেখেছেন। আমার প্রত্যাশা, এবারো দর্শক পরিবার-স্বজন নিয়ে হলে যাবেন।’

আশা ব্যক্ত করে মৌ খান বলেন, ‘কাজটি ভালো হয়েছে। ডিপজল ভাইয়ের বিপরীতে কাজ করেছি। গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর নির্মাণ করেছেন। এ ধরনের গল্পের সিনেমার একসময় খুব চাহিদা ছিল। আমাদের মা-খালারা এখনো এ ধরনের সামাজিক সিনেমা দেখতে চান। সিনেমাটি করে অনেক কিছু শিখেছি। এটি আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলবে।’

যেমন জামাই তেমন বউ’ সিনেমায় জামাই তথা নায়কের ভূমিকায় আছেন ডিপজল; আর তার বউ অর্থাৎ নায়িকা মৌ খান। এছাড়াও অভিনয় করেছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খান প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn