শিক্ষাঙ্গন (৪৯ মিনিট আগে) ফেব্রুয়ারি ২২, ২০২১, সোমবার, ২:২৯ অপরাহ্ন | সর্বশেষ আপডেট: ২:৫৫ অপরাহ্ন
শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে উচ্চ শিক্ষার বিষয়ে কতোগুলো সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে ২৪শে মে। ১৭ই মে খুলবে আবাসিক হল। সকল শিক্ষক ও আবাসিক শিক্ষার্থীদের ১৭ই মের আগে টিকা দেয়া হবে। আজ সোমবার ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ইতিমধ্যে কোন শিক্ষার্থী যদি হলে অবস্থান করেন তবে অবিলম্বে হল ত্যাগ করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে কোন অনৈতিক কাজে যোগ দিলে শিক্ষাপ্রতিষ্ঠান দায় দায়িত্ব নেবে না।