Search
২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২২

২৪ ডিসেম্বর সারাদেশে জামায়াতের গণমিছিল

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী বাংলাদেশ জানিয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে গণমিছিল করবে দলটি। এসব দাবি আদায়ের লক্ষ্যে ২৪ ডিসেম্বর রাজধানী ঢাকাসহ দেশের জেলা ও উপজেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

গত শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় গণসমাবেশে ১০ দফা দাবি জানায় বিএনপি। বিএনপির ১০ দফা দাবির মধ্যেও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন ও খালেদা জিয়ার মুক্তির দাবি জানানো হয়

গতকালের সমাবেশ থেকে ২৪ ডিসেম্বর বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে সারা দেশের জেলা ও মহানগর পর্যায়ে গণমিছিল করার কর্মসূচি দেয়। দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। এর পরদিন জামায়াতের পক্ষ থেকে বিএনপির কর্মসূচিকে সমর্থন করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয়।

Facebook
Twitter
LinkedIn