Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ২:৩৩

২৮ অক্টোবর শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি

২৮শে অক্টোবর নয়াপল্টনে শান্তিপূর্ণ মহাসমাবেশ করবে বিএনপি। এতে সারাদেশ থেকে নেতাকর্মীরা অংশ নেবে। সেদিন ঢাকায় বসে পড়ার কোনো কর্মসূচি নয় উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার তাদের কর্মসূচি বানচালে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। 

রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের একতরফা নির্বাচনের স্বপ্ন এবার পূরণ হবে না। 

আগামী ২৮শে অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে ঘিরে দল ও সহযোগী সংগঠনের নীতি নির্ধারক নেতাদের সাথে বৈঠক হয়েছে। এতে শনিবার ঢাকায় ব্যাপক লোকসমাগম উপস্থিতির সিদ্ধান্ত হয়। 

 পরে বৈঠকের সার্বিক বিষয় তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকার প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারবিভাগকে ব্যবহার করে বিরোধীদল দমনে মরিয়া হয়ে উঠেছে।

এসময় তিনি জানান, ২৮ শে অক্টোবর ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ করবেন তারা। তবে ক্ষমতাসীনরা কর্মসূচি বানচালে মিথ্যা প্রচারণা শুরু করেছে।

সরকারের সময় শেষ উল্লেখ করে নিজেদের রক্ষায় সংসদের শেষ অধিবেশনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান সংবিধানে সংযোজিত করতে ক্ষমতাসীনদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

Facebook
Twitter
LinkedIn