Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১০:৩০

২৮ বছর পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, মুকুট জিতলেন পিসকোভা

ভারতে দীর্ঘ ২৮ বছর বিরতির পর অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০২৪’ প্রতিযোগিতার মুকুট জিতেছেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। মুম্বাইয়ে শনিবার (৯ মার্চ) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতা শুরু হয়। 

সেখানে এবারের ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী পোল্যান্ডের করোলিনা বিয়েলস্কা। প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন লেবাননের ইয়াসমিনা জায়তুন।

২৫ বছর বয়সী চেক রিপাবলিকের বাসিন্দা ক্রিস্টিনা পিসকোভা পেশায় একজন মডেল। এর আগে তিনি ‘মিস চেক রিপাবলিক’ খেতাব জয় করেছেন। মডেলের পাশাপাশি, পিসকোভা আইন এবং ব্যবসায় প্রশাসনে পৃথক ডিগ্রি অর্জন করেছেন। এ নিয়ে, চেক রিপাবলিক দ্বিতীয়বারের মতো বিশ্বসুন্দরীর মুকুট জিতেছে। এর আগে, ২০০৬ সালে তাতানা কুচারোভা প্রথম মুকুট এনে দিয়েছিলেন এই দেশকে।

ভারতে দীর্ঘ ২৮ বছর পর আবার মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে  ১১৫টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানের উপস্থাপনা করেন প্রযোজক করণ জোহার ও সাবেক মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং।

Facebook
Twitter
LinkedIn