২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:২৩

৫৭ জেলা পরিষদে ভোট গ্রহণ চলছে

সারা দেশে আজ সোমবার (১৭ই অক্টোবর) জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশের ৫৭টি জেলায় একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। যার মাধ্যমে নির্বাচন সরাসরি মনিটর করবে ইসি। 

এদিকে, নির্বাচনে এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ২৭ জেলা পরিষদ চেয়ারম্যান বিনাপ্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সাধারণ সদস্য পদে ৬৫ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৯ জন প্রার্থী জয়ী হয়েছেন বলে ইসি থেকে জানা গেছে। কোনো জেলায় যাতে এমপি, মন্ত্রী বা প্রভাবশালী কোনো ব্যক্তি প্রভাব খাটাতে না পারে সে জন্য এর মধ্যেই তাদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো: আলমগীর।

ইসির তথ্যানুযায়ী, নির্বাচনে মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন। এর মধ্যে নারী ১৪ হাজার ৯২৩ জন এবং পুরুষ ৪৮ হাজার ২৩৬ জন। দেশের ৬১টি জেলার স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৯২ জন, সদস্য পদে ১ হাজার ৪৮৫ জন এবং মহিলা সদস্য পদে ৬০৩ জন নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার তৈরি সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা পরিষদ নির্বাচনে সাধারণ ওয়ার্ড সদস্য পদ ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদ ১৬৬টি। চেয়ারম্যান পদ রয়েছে ৬১টি। সারা দেশে ৪৬২টি ভোট কেন্দ্রের ৯২৫টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn