যে দেশ থেকে করোনার মহামারির উৎপত্তি, সেই চীন প্রায় ৬০ হাজার মানুষের ওপর করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রয়োগ করেছে। খুশির খবর হলো, এদের কারো মধ্যেই নাকি কোনো বিরূপ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি এবং সবাই নিরাপদ রয়েছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা তিয়ান বাওগো এক সংবাদ সম্মেলনে এমনটা দাবি করেছেন।
বাওগো বলেন, প্রাথমিক ফলাফলে দেখা গেছে, যাদের টিকা দেয়া হয়েছে, তাদের সবাই নিরাপদ আছেন।
গত শুক্রবার চীনের ইউয়ু শহরের স্থানীয় সরকার জানিয়েছিল, জরুরি প্রয়োজনে বাসিন্দাদের পরীক্ষামূলক টিকা ব্যবহার করতে দেয়া হবে। এ ঘোষণার পর থেকে শহরটিতে এমন টিকার চাহিদা বেড়েছে। এক পর্যায়ে রবিবার থেকে করোনা টিকা বিক্রি বন্ধ করে দিয়েছে শহর কর্তৃপক্ষ।