২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪২

৬১৭ রানে পিছিয়ে আফগানিস্তান

মিরপুরে সিরিজের একমাত্র টেস্টে তৃতীয় দিন শেষে জয় দেখছে বাংলাদেশ। আলো স্বল্পতার কারণে বাড়তি সময় খেলা সম্ভব না হওয়ায় তৃতীয় দিন শেষে ৬১৭ রান পিছিয়ে রয়েছে সফরকারীরা। ইনিংস ঘোষণা করে দিনের শেষ দিকে বল করে ৪৫ রানে ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হকের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। প্রথম ইনিং থেকে ২৩৬ রানের লিড পাওয়ায় জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬৬২ রান।

জয়ের জন্য বিশাল লক্ষ্যকে সামনে রেখে তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৪৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। রহমত শাহ ১০, নাসির জামাল অপরাজিত ৫ রানে। জয় পেতে হলে হাতে থাকা বাকি ৮ উইকেটে আরও ৬১৭ রান করতে হবে আফগানিস্তান ক্রিকেট দলকে। 

Facebook
Twitter
LinkedIn