২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৩১
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৩১

৬ কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ফাইন্যান্স: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৮৫ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৮৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৫৭ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ১৪ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ১১ পয়সা (লোকসান), আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৪২ পয়সা।

সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ পয়সা (লোকসান)।

এবি ব্যাংক লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ১২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৩ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৫৩ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৪৩ পয়সা।

আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৩ টাকা ১৫ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৮৩ পয়সা।

সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৫৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১ টাকা ৬১ পয়সা, আগের হিসাববছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৮ পয়সা।

Facebook
Twitter
LinkedIn