চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। ভর্তুকি মূল্যে ৭০ টাকা কেজিতেই চিনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।
বৃহস্পতিবার (৭ ই মার্চ) সকালে এক অডিও বার্তায় টিসিবির মুখপাত্র সিদ্ধান্ত প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের জানান।
এর আগে গতকাল এক লাফে কেজিতে ৩০ টাকা বাড়িয়ে চিনির নতুন দাম ১০০ টাকা নির্ধারণ করেছিল টিসিবি। যা এতদিন ৭০ টাকায় বিক্রি হয়ে আসছিল। রোজার আগে একধাপে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্তের সমালোচনা শুরু হয়। বাধ্য হয়ে একদিনের মাথায় সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় তারা।
এর আগে গেল ২২ শে ফেব্রুয়ারি সরকারি মিলের লাল চিনির দাম কেজিতে ২০ টাকা বাড়ানো ঘোষণা দিয়েছিল বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)। ওইদিন রাতেই মন্ত্রণালয়ের নির্দেশে কয়েক ঘণ্টার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা।