২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:১১

৭ শর্তে আরিয়ানের জামিন!

বলিউডে টেনশনের অপর নাম বৃহস্পতিবার। পরদিনই যে সিনেমা রিলিজ। কিন্তু এই বৃহস্পতিবার গোটা ইন্ডাস্ট্রিতেই বয়ে আনল স্বস্তির হাওয়া। মাদক মামলায় অবশেষে জামিন পেলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান। বম্বে হাইকোর্টের রায়ে ২৬ দিনের টানাপোড়েন কাটিয়ে হাসি ফুটল বলিউড বাদশার মুখে। বাজি ফাটল ‘মান্নাত’-এর সামনে। পরের সপ্তাহে দীপাবলি। তার থেকেও বড় কথা আগামী ২ নভেম্বর শাহরুখের জন্মদিন। সব ঠিক থাকলে পরিবারের সাথেই উৎসবে শামিল হতে পারবেন আরিয়ান। ‘মান্নাত’-এ ফের রান্না হবে ক্ষীর।

বৃহস্পতিবার আরিয়ানের জামিনের দিনেই আদালতের তরফে ‘রক্ষাকবচ’ পেয়েছেন এনসিবির কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে। বম্বে হাইকোর্ট জানিয়েছে, তাকে গ্রেফতার করতে হলে তিন দিন আগে নোটিশ দিতে হবে মুম্বাই পুলিশকে।

মঙ্গল-বুধ, পরপর দু’দিনের শুনানি ছিল অসমাপ্ত। এদিন দীর্ঘ সওয়াল-জবাবের পর শর্তসাপেক্ষে আরিয়ান, আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের বিচারপতি এন সামব্রে। তবে জামিনের শর্তগুলো এদিন জানায়নি আদালত। আজ, শুক্রবার বেলা আড়াইটার সময় ফের শুনানি হবে। সেখানেই বিস্তারিত রায় দেবেন বিচারপতি।

Facebook
Twitter
LinkedIn