২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৮

৯ মামলায় গ্রেপ্তার মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর পল্টন ও রমনা মডেল থানার পৃথক ৯ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন। বিকেলে এই ৯ মামলায় জামিন শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত মির্জা আব্বাসকে পল্টন থানার ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত রমনা থানার ৪ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী বলেন, ‘মির্জা আব্বাসকে রাজধানীর পল্টন ৫ এবং রমনা থানার ৪  মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেলে এই ৯ মামলায় আমরা তাঁর জামিন শুনানি করব। আশা করছি, আদালত সবগুলো মামলায় তাঁর জামিন মঞ্জুর করবেন।’

এর আগে এদিন বেলা ১২টার দিকে মির্জা আব্বাসকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার সিএমএম আদালত হাজির করে কারাকর্তৃপক্ষ। 

Facebook
Twitter
LinkedIn