২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৮শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১:৪৩

শুক্রবার সারাদেশে বিএনপির প্রতিবাদ সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী জুবাইদা রহমানের সাজার প্রতিবাদে শুক্রবার সারা দেশে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘কাউকে কারাদণ্ড দিয়ে বিএনপির আন্দোলন দমানো যাবে না। প্রথম থেকেই, এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই আদালতকে কিন্তু তারা ব্যবহার করছে। আজকে এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে যে ইস্যুটা তৈরি হয়েছে, একটা গভীর রাজনৈতিক সংকট তৈরি হয়েছে, এই সংকটও কিন্তু তৈরি হয়েছে আদালতকে নিয়ে। নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রযন্ত্রগুলোকে ব্যবহার করে এই আওয়ামী সরকার, ফ্যাসিবাদি সরকার টিকে থাকতে পারবে না। পরাজয় তাদের অবশ্যই হবে।’

Facebook
Twitter
LinkedIn