ওয়েস্ট ইন্ডিজকে ১৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে স্বস্তিতে থাকার সুযোগ ছিল না কোনোভাবেই। এর আগে টি-টোয়েন্টি সংস্করণে আগে ব্যাটিং করে এর চেয়ে কম রানের সংগ্রহ নিয়েও ৪টি ম্যাচ জিতেছিল বাংলাদেশ। সে চার ম্যাচের দুটি ছিল আবার ঘরের মাঠ মিরপুরে। আর মিরপুরের উইকেটের চরিত্র কারো অজানা নয়। অন্যদিকে দেশের বাইরে জেতা বাকি দুটো ম্যাচের প্রতিপক্ষ ছিল নেপাল ও মালয়েশিয়া (এশিয়ান গেমস)।
তাই উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এমন ‘ছোট্ট’ সংগ্রহ নিয়ে জয়ের চিন্তা করাটা কঠিনই ছিল। তবে সে কঠিন কাজটাকে সহজ করেছেন বাংলাদেশের বোলাররা। উইন্ডিজকে ১০২ রানে অলআউট করে ২৭ রানে জিতেছে বাংলাদেশ। একইসঙ্গে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ।