না ফেরার ফেরার দেশে – বাঘারপাড়ার সর্বজন শ্রদ্ধেয় মাদ্রাসা শিক্ষক মাওলানা রকিবুল ইসলাম “
– বাঘারপাড়ার সর্বজন শ্রদ্ধেয় মাদ্রাসা শিক্ষক মাওলানা রকিবুল ইসলাম “
সাঈদ ইবনে হানিফ]= বাঘারপাড়া ( যশোর) :- না ফেরার দেশে চলে গেলেন যশোরের বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর আলিম মাদ্রাসার সহকারী প্রিন্সিপাল মাওলানা মোঃ রকিবুল ইসলাম (৫৫) । ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২০ মার্চ দুপুরে তিনি ইন্তেকাল করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা রকিবুল ইসলাম দীর্ঘ কয়েক বছর ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এদিন দুপুরে তার মৃত্যুর খবর শুনে ছোট বড় প্রায় সকল মানুষের মধ্যে এক ধরনের শোকের ছায়া নেমে আসে। তার পৈত্রিক বাড়ি নড়াইল হলেও ছোট বেলা থেকেই লেখাপড়ার সুবাদে তিনি বেশিরভাগ সময় নিজের এলাকার বাইরে অবস্থান করছেন। লেখাপড়া শেষ করে তিনি বাঘারপাড়া উপজেলার ওয়াদীপুর আলিম মাদ্রাসার আরবি শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি একই মাদ্রাসায় সহকারী প্রিন্সিপাল হিসেবে পদোন্নতি লাভ করেন। পারিবারিক জীবনে তিনি দুই ছেলে ও দুই কন্যা সন্তানের জনক ছিলেন। প্রিয় শিক্ষকের মৃত্যুর খবর শুনে দুর- দুরান্ত থেকে শিক্ষার্থীরা ছুটে আসে তাদের প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে। এসময় বেশিরভাগ শিক্ষার্থীরা অশ্রুসিক্ত হয়ে পড়ে। শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের একজন প্রিয় শিক্ষককে হারিয়েছি । তিনি শুধু আমাদের শিক্ষক ছিলেন না – তিনি আমাদের কে পিতার মত আগলে রাখতেন । মহান আল্লাহ আমাদের মাতার উপর থেকে এমন একজন অভিভাবক কে নিয়ে গেলেন যা কখনও ভোলা যাবে না । সহকর্মী শিক্ষকরা ও তার এই অকাল বিদায়ে অনেকটাই ভেঙে পড়েন । অনেকে তার স্মৃতি চারণ করতে গিয়ে কেঁদে ফেলেন । মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইব্রাহিম খলিল বলেন, আজ আমরা মাদ্রাসার একজন ভালো শিক্ষক কে হারিয়েছি । মাওলানা রকিবুল ইসলাম ছিলেন, আমাদের এলাকার মানুষের কাছে একজন প্রিয় ব্যক্তি । তার মিষ্টভাষী আলাপ সব সময় মানুষ কে মুগ্ধ করেছে। এদিন বিকেলে ৪ টায় তার কর্মস্থল মাদ্রাসা মাঠে শতশত শিক্ষার্থী , শিক্ষক এবং এলাকাবাসীর উপস্থিতিতে জানাযা নামাজ শেষে মাদ্রাসার পাশেই তার নিজ জমিতে কবরস্থ করা হয় ।