সন্দেহাতীতভাবে বাংলাদেশের পেস আক্রমণের সময়ের সেরা বোলার এখন তাসকিন আহমেদ। বিশ্বকাপের পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও দুর্দান্ত ডানহাতি এ পেসার।
নিশ্চিত করেই বলা যায় টেস্ট সিরিজের দলে থাকতেন তাসকিন। কিন্তু ইনজুরির কারণে দ্রুতগতির এ পেসারকে প্রথম টেস্টে পাবে না বাংলাদেশ। বোলিংয়ের সময়ে ফলো থ্রুতে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পান তাসকিন। পরে পেইনকিলার খেয়ে এসে বোলিং করছেন বটে। কিন্তু ম্যাচ শেষেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। বিসিবি সূত্রে জানা গেছে, তাসকিনের হাতে সেলাই পড়ছে। তাই প্রথম টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনাই নেই। মিরপুর স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথম বলে বাবর আজমের শট ফেরাতে গিয়ে ডানহাতে ব্যথা পান তাসকিন। সঙ্গে সঙ্গেই মাঠ ত্যাগ করেছিলেন তিনি। পরে মাঠে ফিরে বোলিংও করেছেন। ৩ দশমিক ১ ওভারে ১৬ রান দিয়েছেন তিনি।