২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৬
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / সকাল ৬:৩৬

একঝাঁক নতুন মুখ নিয়ে পাকিস্তান যাবে ওয়েস্ট ইন্ডিজ

একঝাঁক নতুন মুখকে দলে নিয়ে পাকিস্তান সফরের জন্য প্রস্তুত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দু’ফর্মেটেই অধিনায়ক কাইরন পোলার্ড।

ওয়ানডে সিরিজের দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন দু’ব্যাটসম্যান জাস্টিন গ্রিভস-শামার ব্রুকস, স্পিনার গুদাকেশ মোটি ও পেসার অলরাউন্ডার ওডেন স্মিথ। টি-টোয়েন্টি স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন মোটি ও ডোমিনিক ড্রেকস। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলে রিজার্ভ ক্রিকেটার হিসেবে ছিলেন মোটি। আর আসর শুরুর আগে নেট বোলারও ছিলেন ড্রেকস ও স্মিথ।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা জেসন হোল্ডার, এভিন লুইস, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল ও লেন্ডল সিমন্সকে পাকিস্তান সফরের দলে নেয়া হয়নি। আসন্ন সিরিজে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। ১৩ ডিসেম্বর টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে সিরিজ। সিরিজের বাকি দু’ম্যাচ হবে ১৪ ও ১৬ ডিসেম্বর। সিরিজের তিনটি ওয়ানডে হবে ১৮, ২০ ও ২২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ড্যারেন ব্রাভো, শামারাহ ব্রুকস, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আকিল হোসেন, আলজারি জোসেফ, গুডাকেশ মোটি, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান, রেমন রেইফার, রোমারিও শেফার্ড, ওডিয়ান স্মিথ ও হেইডেন ওয়াললশ জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল : কাইরন পোলার্ড (অধিনায়ক), নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, ডমিনিক ড্রেকস, শাই হোপ, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, গুডাকেশ মোটি, রোমারিও শেফার্ড, ওডিয়ন স্মিথ, ওশানে থমাস ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

সূত্র : বাসস

Facebook
Twitter
LinkedIn