২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৯:৫২

সাপ্তাহিক গেইনারের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ইস্টার্ন লুব্রিকেন্টস  লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২১.৪৭ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৪৩ লাখ ৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬০ লাখ ৭৬ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৯ দশমিক ৬৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৯৮ কোটি ৫৮ লাখ ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৪ কোটি ৬৪ লাখ ৭৩ হাজার  টাকা।

লিবরা ইনফিউশস লিমিটেড গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ১৮ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৩ কোটি ৬৬ লাখ ৪৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৪১ লাখ ৬১ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফরচুন সুজ, রেকিট বেনকিজার, অ্যাপেক্স ফুটওয়্যার, রহিম টেক্সটাইল মিলস, ইউনিলিভার কনজিউমার, এএমসিএল প্রাণ ও ফার্মা এইডস লিমিটেড।

Facebook
Twitter
LinkedIn