গত কয়েক বছর ধরে অভিনয়ে নিয়মিত নন এক সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সুমাইয়া শিমু। এ সময়গুলোতে তিনি নিজের প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের কাজেই বেশি ব্যস্ত ছিলেন। তার সেই প্রতিষ্ঠানটির নাম ‘বেটার ফিউচার ফর উইমেন’। করোনাকালীন পুরোটাই কাজ করেছেন এ প্রতিষ্ঠানে। এতে কাজের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হওয়ায় তিনি অভিনয় কমিয়ে দেন। তবে ভালো গল্প ও চরিত্র পেলে মাঝে মধ্যে অভিনয় করেন এ অভিনেত্রী। কিছুদিন আগে তেমনই একটি একখণ্ডের নাটকে তাকে অভিনয়ে দেখা গিয়েছিল। তবে বর্তমানে তার প্রতিষ্ঠানের কাজকর্ম অনেকটাই গুছিয়ে এনেছেন। তাই নতুন বছরে অভিনয়ে বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয়ের কারণেই আমি মানুষের কাছ থেকে ভালোবাসা পাই। তাই অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা কখনো ছিলও না, এখনো নেই। প্রতিনিয়ত নাটকে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি। ভাবছি এর মধ্য থেকে ভালো কিছু গল্প বাছাই করে নাটকে অভিনয় করব। এ মাধ্যমে আগের চেয়ে কিছুটা বেশি সময় দেব। কারণ আমার অভিনয় যারা পছন্দ করেন, তাদের অনেকেই আমাকে এর জন্য উৎসাহ জুগিয়ে যাচ্ছেন। আমি নিজেও অভিনয়ে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ এদিকে পড়ালেখার কাজেও দীর্ঘ সময় ব্যস্ত ছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে পিএইডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।