১০ জানুয়ারি তারিখকে কাজাখস্তানের জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। শনিবার কাজাখস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, দেশব্যাপী ব্যাপক জনবিক্ষোভে যে সকল ব্যক্তি মারা গেছেন তাদের জন্য এ জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।
কাজাখস্তানের প্রেসিডেন্টের প্রেস সচিব বেরিক উয়ালী তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, কাজাখস্তানের বিভিন্ন অঞ্চলে কতগুলো দুঃখজনক ঘটনায় (ব্যাপক জনবিক্ষোভ) অসংখ্য মানুষ হতাহত হয়েছেন। এ কারণে ২০২২ সালের ১০ জানুয়ারি তারিখকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ।
কাজাখস্তানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে ১০ জানুয়ারি তারিখকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা দেয়ার বিষয়ে একটি ডিক্রিও প্রকাশ হতে যাচ্ছে। এ ডিক্রি বা আদেশটি কাজাখস্তানের প্রেসিডেন্টের আকর্দা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কাজাখস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, কাজাখস্তানে বিক্ষোভ করার দায়ে চার হাজার ২৬৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। এসব বন্দীদের মধ্যে প্রতিবেশী দেশগুলোর নাগরিকরাও আছেন।
কাজাখ স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অনুসারে, কাজাখস্তানজুড়ে গণআন্দোলন শুরু হওয়ার পর দেশটিতে ১৮ নিরাপত্তারক্ষী ও ২৬ বিক্ষোভকারী মারা গেছেন।
সূত্র : আনাদোলু এজেন্সি