২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৮
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৩৮

ডেল্টা লাইফ: হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগকে অবৈধ বলে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) আপিল বিভাগ এই রায়

দেন। কোম্পানিটির আইনজীবি শাহানার বেগম এই তথ্য জানিয়েছেন

এর আগে গত ৬ জানুয়ারি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের প্রশাসক নিয়োগকে অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। বিচারপতি খসরুজ্জামান এবং বিচারপতি মাহমুদ হাসান তালুকদার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

নানা অনিয়মের অভিযোগে গত বছরের ১১ ফেব্রুয়ারি বীমা খাতের অন্যতম প্রধান এই কোম্পানির তৎকালিন পরিচালনা পর্ষদকে সাসপেন্ড করে প্রশাসক নিয়োগ দিয়েছিল বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ’র ওই আদেশকে চ্যালেঞ্জ করে ডেল্টা লাইফের স্থগিত করা পর্ষদ হাইকোর্টে রিট করেন। হাইকোর্টে ডেল্টা লাইফে প্রশাসক নিয়োগকে অবৈধ বলে রায় দেয়। ফলে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি থেকে সাসপেন্ড হওয়া ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ বহাল হয় এবং প্রশাসক নিয়োগও অবৈধ হয়ে যায়।

এর প্রেক্ষিতে শনিবার (৮ জানুয়ারি) বহাল হওয়া পরিচালনা পর্ষদের ২৫০তম সভায় কোম্পানিটির উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হককে মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে নিয়োগ দেয়।

এর আগে গত ৫ জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ডেল্টা লাইফের বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম, আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেন, ডেল্টা লাইফের সাবেক চেয়ারম্যান (বর্তমানে পূবালী ব্যাংকের চেয়ারম্যান) মঞ্জুরুর রহমান, তাঁর ছেলে ডেল্টা লাইফের পরিচালক জেয়াদ রহমান এবং সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, ডেল্টা লাইফ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইডিআরএ এবং আইডিআরএ চেয়ারম্যান এম মোশাররফ হোসেনের করা সব মামলা প্রত্যাহার করা হবে। অন্যদিকে আইডিআরএ এবং আইডিআরএ’র চেয়ারম্যানের বিরুদ্ধে ডেল্টা লাইফ কর্তৃপক্ষের সব মামলাও প্রত্যাহার করা হবে।

এছাড়া, বিএসইসি ও অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ যৌথভাবে ডেল্টা লাইফের জন্য নতুন পর্ষদ গঠন করবে। প্রতিষ্ঠানটিতে নতুন কোন প্রশাসক নিয়োগ দেবে না সরকার। তবে আগের মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমানকেও নিয়োগ দেওয়া যাবে না। তারই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত নতুন মূখ্য নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হয় প্রতিষ্ঠানটির ডিএমডি আনোয়ারুল হককে।

উল্লেখ্য, ডেল্টা লাইফ সর্বশেষ ২০১৮ সালে বিনিয়োগকারীদের ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর মামলা-মোকদ্দমার কারণে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন প্রকাশও বন্ধ হয়ে যায় এবং ডিভিডেন্ড ঘোষণাও স্থগিত হয়ে যায়।

এর আগে, বিমা গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করায় ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে ডেল্টা লাইফে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

প্রশাসক হিসেবে সুলতান আবেদীন মোল্লার চার মাস দায়িত্ব পালন শেষে কোম্পানিটির পরামর্শকের দায়িত্বে থাকা সাবেক যুগ্ম সচিব মো. রফিকুল ইসলামকে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

গত ১০ অক্টোবর ২০২১ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলে ১৩ অক্টোবর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. কুদ্দুস খানকে এ পদে নিয়োগ দেয় বিমা খাতের এই নিয়ন্ত্রক সংস্থা।

Facebook
Twitter
LinkedIn