করোনার নতুন বিধিনিষেধে বাস ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। বুধবার (১২ জানুয়ারি) বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, বাস ভাড়া বাড়ানো যৌক্তিক হবে না। গত নভেম্বরে যাত্রী পরিবহনের ভাড়া বাড়ানো হয়েছে। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক নেতাসহ সংশ্লিষ্টরা ভাড়া না বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন।
করোনা সংক্রমণ রোধে মন্ত্রীপরিষদ বিভাগ গত ১০ জানুয়ারি ১১ নির্দেশনা জারি করেছে। নির্দেশনায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থেকে অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচলের কথা বলা হয়। তবে অর্ধেক যাত্রী পরিবহনের বিষয়টি ১৫ জানুয়ারি থেকে কার্যকর হবে।
পরিবহন মালিকরা অর্ধেক যাত্রী পরিবহনের ক্ষেত্রে ভাড়া বাড়ানোর জন্য সরকারের ওপর চাপ তৈরি করে। সেজন্য দুই পক্ষ বৈঠক বসেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান সংবাদ মাধ্যমকে জানান, পরিবহন মালিকরা স্বাস্থ্যবিধি মেনে শতভাগ যাত্রী পরিবহন করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে পরিবহন সংশ্লিষ্ট নেতারা বিধিনিষেধ চলাকালে বাস ও মিনিবাসে শতভাগ যাত্রী পরিবহনের কথা বলেছেন। তাহলে তাঁদের লোকসান গুনতে হবে না। ৫০% যাত্রী পরিবহন হলে রাজধানীতে পরিবহন সংকট তৈরি হবে ও যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছাবে। তাঁদের প্রস্তাব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠানো হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।